রোমাঞ্চকর প্রথম ম্যাচের পর আজ
বিশ্বকাপের বাকি দুটি ম্যাচ শেষ হয়েছে ম্যাড়মেড়ে ড্রতে।তিউনিসিয়া-ডেনমার্কের এর মেক্সিকো ও পোল্যান্ডের মধ্যকার ম্যাচটিও সমতায় শেষ হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) গ্রুপ 'সি' এর ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০ টায় দোহায় ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরু থেকেই শুরু থেকেই দাপট দেখাতে থাকে মেক্সিকো। শুরুতেই বেশ কিছু আক্রমণ করে তারা। বিপরীতে পোল্যান্ডও নিজেদের রক্ষণ সামলে চালায় পাল্টা আক্রমণ।
ম্যাচের ২৬ মিনিটে গোছানো একটি আক্রমন করে মেক্সিকো। মিডফিল্ডার হেক্টর হেরেরার ক্রসে দারুণ হেডে বল পোল্যান্ডের গোলমুখেই রেখেছিলেন স্ট্রাইকার এ্যালেক্সিস ভেগার। কিন্তু দারুণ দক্ষতায় বলটি রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক ওজিনে সিজিসনি।
সমতায় শেষ হয় প্রথমার্ধ।তবে বিরতির মাঠে নেমে লিড নেওয়ার সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া করে পোল্যান্ড। ৫৪ মিনিটে নিজেদের বক্সের ভেতর মেক্সিকোর ডিফেন্ডার হেক্টর মোরেনো শার্ট টেনে ধরেন লিভেনডফস্কির । ভিএআর দেখে পেনাল্টির বাশি বাজায় পোল্যান্ড। কিন্তু পেনাল্টি কিকে গোল করতে ব্যর্থ লিওয়ানদোস্কি। তার শটটি বা-দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়া।
ম্যাচের বাকী শেষ সময়ে আক্রমন করলেও কোন দলই জালের দেখা পায়নি। আর শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
আগামী ২৬ নভেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে পোল্যান্ড। একই দিন লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে মেক্সিকো
মন্তব্য করুন