শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

রিচার্লিসন নৈপুণ্যে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ৩:১২ এএম | আপডেট : ৪:১৮ এএম, ২৫ নভেম্বর, ২০২২

 
 
 শ
 
 
 
মঙ্গলবার আর্জেন্টিনা। বুধবার জার্মানি। বৃহস্পতিবার কি অঘটনের শিকার হচ্ছে  ব্রাজিল? চমক জাগানিয়া কাতার বিশ্বকাপে নিশ্চিতভাবে তো কিছুই বলা যাচ্ছেনা।তাই আর্জেন্টিনা জার্মানি সমর্থকরা খুব করে চাইছিলেন চিরপ্রতিদ্বন্দ্বীরা যেন হোচট খায়, অন্যদিকে চাপে থাকা ব্রাজিল সমর্থকরা ভরসা রাখছিলেন নেইমার-রিচার্লিসদের। সেই আস্থার প্রতিদানও দিয়েছে তিতের দল।সব শঙ্কা আর জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে সার্বিয়াকে সহজেই হারিয়েছে ব্রাজিল।
 
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত জি গ্রুপের ম্যাচটি ব্রাজিল জিতেছে ২-০ গোলের ব্যবধানে। জোড়া গোল করে সেলেসাওদের জয়ের নায়ক তারকা স্ট্রাইকার রিচার্লিসন।
 
এদিন ম্যাচের শুরুতে সার্বিয়া ব্রাজিলের সাথে সমান সমান লড়াই করার চেষ্টা করলেও সময় যত গড়ায় চুপসে যায় দলটি। ব্রাজিলের ক্রমাগত আক্রমণের মুখে হয়ে পড়ে বোতলবন্দী।
 
২১ তম মিনিটে কাসেমিরোর দূরপাল্লার শট সরাসরি ঠেকিয়ে দেন সার্বিয়ান গোলরক্ষক। প্রথমার্ধের বাকিটা সময়ও রক্ষণ সামলাতে ব্যাস্ত ছিল সার্বিয়া।৪২ মিনিটে নিকোলা মিলেনকোভিচের ভুলে বল পেয়েও সময় মতো শট নিতে ব্যর্থ হন ভিনিসিয়াস। 
 
গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করা ব্রাজিল বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।৫৫তম মিনিটে নেইমারের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
 
ব্রাজিল সমর্থকরা যখন পয়েন্ট হারানোর যখন পয়েন্ট হারানোর শঙ্কায়,ঠিক তখনই দেখা মেলে রিচার্লিসন ম্যাজিক। ৬২তম মিনিটে নেইমারের ডি বক্সে দেওয়া পাসে ভিনিসয়াস নিয়ন্ত্রণে নিয়ে শট নেন । গোলরক্ষক কোনরকম সেটি ঠেকাতে পারেলেও হাতে জমাতে পারেন নি, ছয় গজ বক্সের মুখে বল পেয়েই ডান পায়ের শটে ব্রাজিলকে এগিয়ে দেন এই টটেনহ্যাম স্ট্রাইকার।
 
তবে এর কয়েক মিনিট পরে করা তার দ্বিতীয় গোলটি ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়।ভিনিসিয়ুসের নিখুঁত এক পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন রিচার্লিসন।জাতীয় দলের হয়ে এটি তার ১৯তম গোল, বিশ্বকাপে দুটি
 
৮০ তম মিনিটে কাসেমিরোর শট গোলপোস্টে লেগে ফেরত না আসলে জয়ের ব্যবধান আরো বড় হতে পারতো ব্রাজিলের। পুরো ম্যাচে সার্বিয়াকে একরকম দাঁড়াতেই দেয়নি তিতের দল।নির্ধারিত সময়ে ব্রাজিলের গোলপোস্টে একটিও অন টার্গেট শর্ট নিতে পারেনি দলটি।
 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Add
Monir Hussen ২৫ নভেম্বর, ২০২২, ৮:২৫ এএম says : 0
ফুটবল যদি একটি শিল্প হয় তাহলে ওই শিল্পের সবথেকে বড় শিল্পী হচ্ছে ব্রাজিল❤ আজ সেটি দেখিয়ে দিয়েছে। সাবাস প্রিয় টীম
Total Reply(0)
Add
Md Ali Azgor ২৫ নভেম্বর, ২০২২, ৮:২৬ এএম says : 0
যুগ যুগ ধরে শৈল্পিক খেলা উপহার দেয়ার জন্য ব্রাজিল ফুটবল টিমকে অভিনন্দন...!
Total Reply(0)
Add
Rayhan Chowdhury ২৫ নভেম্বর, ২০২২, ৮:২৯ এএম says : 0
ব্রাজিল কোনো এক প্লেয়ার কেন্দ্রিক দল নয়, বরং ব্রাজিল একটি দলগত দল।
Total Reply(0)
Add
Tarikul Islam ২৫ নভেম্বর, ২০২২, ৮:২৯ এএম says : 0
যদিও আর্জেন্টিনার ভক্ত আমি কিন্তু রিচার্লিসনের ২য় গোলটি যে অসাধারণ হয়েছে এটা স্বীকার করতে হবে সবাইকে দলমত নির্বিশেষে,অভিনন্দন রিচার্লিসন,অভিনন্দন ব্রাজিল
Total Reply(0)
Add
Moudud Ahmed Akash ২৫ নভেম্বর, ২০২২, ৮:২৯ এএম says : 0
অঘটনের বিশ্বকাপ শক্তিশালী সার্বিয়ার সাথে জয় পাওয়ায় অভিনন্দন ব্রাজিল দলকে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর