শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

৪৮ ঘণ্টা লাগবে নেইমারের অবস্থা জানতে! বিশ্বকাপ খেলার আশাবাদী ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ৩:১৩ পিএম

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেও স্বস্তিতে নেই ব্রাজিল। কারণ সবচেয়ে বড় দুশ্চিন্তার ছায়া নেইমারের চোট। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে ডান পায়ের গোড়ালির ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন পিএসজি তারকা। আ পায়ের গোড়ালি মচকে গেছে ও পুরো গোড়ালি ফুলে গেছে।

ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে এখনই আগাম কিছু বলা সম্ভব নয়। তার প্রকৃত অবস্থা জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা এখন এত অগ্রিম কোনো মন্তব্যও করতে পারছি না যে তিনি খেলতে পারবেন কি পারবেন না।’

তবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিতে বলেন, ‘আমরা নিশ্চিত যে, নেইমার খেলে যেতে পারবেন এবং পুরো বিশ্বকাপই খেলবেন।’

নেইমার নিজেও তো ভেঙে পড়েছেন। জানতে চাইলে তিতে বলেন, ‘আমি তাকে তো দুঃখিত হতে দেখিনি। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মত সামর্থ্য এবং মানসিক শক্তি তার রয়েছে। এমনকি সে নিজেও আমাকে আস্বস্ত করেছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন