বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কাতার বিশ্বকাপের পর সৌদির ক্লাবে যোগ দিচ্ছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ৭:১৩ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর সব সম্পর্ক শেষ। এখন নতুন ক্লাবে যোগ দিতে আর কোনো বাধা নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। কাতার বিশ্বকাপের পর তাকে দলে পেতে ইতোমধ্যে ২৩৪ মিলিয়ন ডলার প্রস্তাব দিয়ে রেখেছে সউদি আরবের ক্লাব আল-নাসর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪০০ কোটি।

 

আশার্ক আল-আওসাতের বরাত দিয়ে আরব নিউজ শুক্রবার (২৫ নভেম্বর) তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, তিন বছরের চুক্তিতে রোনালদোকে দলে ভেড়াতে চায় সউদি আরবের ক্লাব আল-নাসর ।

 

প্রতি মৌসুমের জন্য তাকে ৭৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৯৩ কোটি টাকার বেশি।

তবে রোনালদোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সূত্র বলছে, প্রস্তাবের বিষয়ে এখনো পর্তুগিজ তারকার প্রতিনিধির সঙ্গে আলোচনা করে যাচ্ছে ক্লাব। বিশ্বকাপ শেষেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত রোনালদো ব্যস্ত আছেন কাতার বিশ্বকাপে তার দেশ পর্তুগালকে নিয়ে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ নভেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটান রোনালদো।

 

এর আগে গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের শেষ সময়টা কাটাতে চান ৩৭ বছর বয়সী এ পর্তুগিজ তারকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Hossain ২৬ নভেম্বর, ২০২২, ১১:৩৪ এএম says : 0
রোনালদো ক্লাবেই ভালো খেলেন। কিন্তু দলে এতো ভালো খেলতে পারেন না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন