কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলা তখন ৮০ মিনিট গড়িয়ে গেছে।স্পেনের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে জার্মানি তখন ১-০ গোলে পিছিয়ে পৌছে গেছে খাদের কিনারে।হারলেই টানা দ্বিতীয়বারের মত গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার লজ্জা প্রায় নিশ্চিত।গোল পেতে মরিয়া জার্মান কোচ একসাথে করলেন তিন পরিবর্তন।নিকলাস ফুলক্রুগ তাদেরই একজন।৭০ মিনিটে মুলারের পরিবর্তে এই ফরোয়ার্ডকে নামানোর পর খেলায় প্রথমবারের মত আধিপত্য বিস্তার শুরু করে জার্মানি।৮৩ তম সুপার সাবে পরিণত হওয়া ফুলক্রুগের গোলেই বিশ্বকাপে শেষ ম্যাচ পর্যন্ত ঠিকে যায় জার্মানি।
ফলে 'ই' গ্রুপের স্পেন-জার্মানির মুখোমুখি লড়াইটি শেষ হয়েছে রোমাঞ্চকর ১-১ ড্রয়ে।টানা দুই ম্যাচ জয়হীন থাকার পরও যে জার্মানি বিশ্বকাপে টিকে আছে তার জন্য ধন্যবাদ দিতে পারে কোস্টারিকা। আজ তারা জাপানের জয় না পেলে মুলার-সানেদের ফিরতি বিমানের টিকেট কাটতে হত খুব দ্রুত।
বিস্তারিত আসছে.....
মন্তব্য করুন