ম্যাচের আগেই লিওনেল মেসির পেনাল্টি ঠেকানোর ঘোষণা দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক ভইচেখ সেজনি। আর বলে কয়েই মেসিকে গোলবঞ্চিত করলেন তিনি।
সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য সমতা নিয়ে মাঠ বিরতিতে গেল আর্জেন্টিনা।
৩৭তম মিনিটে লিওনেল মেসি ফাউলের শিকার হলে ভিএআর চেকের পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি। মেসির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে আর্জেন্টিনাকে গোলবঞ্চিত করেন পোলিশ গোলরক্ষক সেজনি।
প্রথমার্ধে মোট ১২টি শট নেয় আর্জেন্টিনা। লক্ষ্যে ছিল ৭টি। পোল্যান্ড দুই শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও।
‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে সৌদি আরব ও মেক্সিকো। প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছেড়েছে তারাও। আর্জেন্টিনা ও সৌদি আরব দুই দলই ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টিনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন