সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন, সেমিতে যুবারা

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আফগানিস্তান এবং সিঙ্গাপুরের বিপক্ষে জিতেও নিশ্চিত ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনাল। গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশ যুবাদের জন্য বড় হার্ডল। হারলেও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে কোন ভাবেই বোনাস পয়েন্ট নিতে দেয়া যাবে না, গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে এটাই ছিল সাইফ হাসানদের টার্গেট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে শেষ ওভারে এসে ১ উইকেটে হেরেও সেই সমীকরণ মিলিয়েছে বাংলাদেশ যুবারা। আফগানিস্তান, পাকিস্তানের সঙ্গে সমান ৯ পয়েন্ট পেয়েও নেট রান রেটে সবাইকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ যুবারা। আগামী ২১ ডিসেম্বর প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দিবা-রাত্রির সেমিফাইনাল ম্যাচে অবতীর্ণ হবে বাংলাদেশ যুবারা।
টুয়েন্টি-২০ অভিষেকে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে অফ স্পিন বোলিংয়ে ৫ উইকেটে (৪-০-২১-৫) সর্বকনিষ্ঠ সফল বোলার হিসেবে ইতিহাস রচনা করা রাজশাহী কিংসের ১৭ বছর বয়সী আফিফ হোসেন ধ্রুব গতকাল নিজেকে চিনিয়েছেন অন্য পরিচয়ে! চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৫ উইকেটে টুয়েন্টি-২০ ক্রিকেটের অভিষেকে ম্যাচ সেরা হয়ে জানিয়েছিলেন, বোলিং নয়Ñ ব্যাটিংই তার ধ্যান-জ্ঞান। কথা রেখেছেন আফিফ নামের ধ্রুব তারা। গতকাল ২ দলের দুই ক্রিকেটার (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাইফ হাসান, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের আবদুল্লাহ শফিক) ছাড়া গতকাল অবশিষ্ট ২০ ক্রিকেটারের হয়েছে যুব ওডিআই অভিষেক। যুব অভিষেকেই ব্যাটিংয়ে ধ্রুবতারা আফিফ। দু’দলের ২২ ক্রিকেটারের মধ্যে ব্যতিক্রম তিনিই। পাকিস্তানের শাহীন সাহকে ছক্কায় ৭৫তম বলে যুব ওডিআই ক্যারিয়ারে অভিষেক ইনিংসেই পান ফিফটির দেখা। গল এ ৮৪ বলে ৮ চার ২ ছক্কায় ৮০ রানের ইনিংসে দ্বিতীয় ছক্কাটি মেরেছেন মনসুর আলীকে। ৭ম জুটিতে রাকিবকে সঙ্গে নিয়ে ৭৭ রানের পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব। সøগে ৬০ বলে ৭৬ রানে অবদান রেখেছেন আর এক মিডল অর্ডার রাকিব (৫৩ বলে ৪২)।
২৩৩ পুঁজি নিয়েও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ বল আগে ১ উইকেটে হেরেছে শুরুতে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ে। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনিং পার্টনারশিপের ৮৬ রান করেছে জয়ের পথ প্রশস্ত। তবে শেষ ৬০ বলে পাকিস্তানের ৩৪ রানের টার্গেট কঠিন করে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। এই টার্গেট পাড়ি দিতে এসে শেষ ৬০ বলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ৫ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ যুবারা। যুব ওডিআই অভিষেকে ব্যাটিংয়ে আলো ছড়ানো আফিফ বোলিংয়েও জ্বলেছেন ধ্রুব তারা হয়ে (২/৩৭)। অল রাউন্ড পারফরমেন্সের দিনে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ২ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন রান আউটে। টুয়েন্টি-২০তে দারুণ অভিষেকে ধ্রুব তারা হয়ে জ্বলে ওঠা আফিফ ইয়ুথ ওডিআই অভিষেকেও ধ্রুবতারা। একটি ডিপার্টমেন্টে নয়, জ্বলেছেন তিন ডিপার্টমেন্টে!
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ঃ ২৩০/১০ (৪৯.৫ ওভারে), সাইফ ৩২, অঙ্কন ৫, আফিফ ধ্রুব ৮০, হাবিবুর ৮, রাফসান ৪, রাকিব ৪২, কাজি অনীক ১০, আমিনুল ১৪, সাখাওয়াত ৩, নাইম ০(অপ.), মুকিদুল ২, শাহীন আফ্রিদি ২/৫০, হাসনাইন ২/৫২, উমের খান ২/৩২, নাসির নেওয়াজ ২/১১। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ঃ ২৩৩/৯ (৪৯.১ ওভারে), জাহিদ ৫০, নাসির নেওয়াজ ৪৫, সাখাওয়াত ২/৪৩, আফিফ ধ্রুব ২/৩৭, সাইফ ১/৪৬।
ফল ঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ উইকেটে পরাজিত। এবার ব্যাটিংয়ে ধ্রুব দ্যুতি

যুব এশিয়া কাপ পয়েন্ট তালিকা

দল ম্যাচ জয় হার পয়েন্ট নে.রা.রে
ভারত ৩ ৩ - ১৫ +২.৫৫৪
শ্রীলংকা ৩ ২ ১ ৯ +০.৭৬৪
নেপাল ৩ ১ ২ ৪ Ñ০.৩৩৪
মালয়েশিয়া ৩ - ৩ - -২.৮১৭
বাংলাদেশ ৩ ২ ১ ৯ +১.৫৮৪
আফগানিস্তান ৩ ২ ১ ৯ +১.৪২৫
পাকিস্তান ৩ ২ ১ ৯ +১.৩৬৮
সিঙ্গাপুর ৩ - ৩ - -১১.৩১২

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন