শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

শেরপুর জেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৩:২৩ পিএম

শেরপুরের নকলায় স্ত্রী শাহনাজ বেগম (৪০) কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী
রাসেল মিয়ার বিরুদ্ধে। আজ ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের জানকিপুর
এলাকায় এঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের বিষু মিয়ার মেয়ে।
স্থানীয়দের ধারনা শাহনাজকে তার স্বামী রাসেল হত্যা করে ঘর তালা দিয়ে
কৌশলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জানকিপুর এলাকার মানিক মিয়ার সাথে প্রায় ৯
বছর আগে শাহনাজের প্রথম বিয়ে হয়। মানিকের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটলে
গাজীপুরে গার্মেন্টসে কাজ নেয় শাহনাজ। শ্রীপুরের মজিবরের ছেলে রাসেলের
বাড়ীতে ভাড়া থাকার পরিচয়ে দ্বিতীয় বিয়ে হয় তার সাথে। এক বছর পর বাড়ী ফিরে
স্থায়ীভাবে বসবাস শুরু করে তারা। আজ রবিবার সকালে ঘরের বাইরে থেকে তালা
দেয়া দেখে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়া না পেলে
তালা ভেঙ্গে ভিতরে গেলে শাহনাজের রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে।
পরে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ শাহনাজের লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এব্যাপারে নকলা
থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: হান্নান মিয়া,
পারিবারিক কলহেই খুন হয়েছে শাহনাজ। আমরা এঘটনার জন্য ঘাতককে গ্রেফতারের
চেষ্টা করছি। তবে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী
আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন