মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ার ভেড়ামারায় ফার্মেসীর মালিকের উপর হামলা, থানায় অভিযোগ

প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেয়ায়

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ৫:৪৯ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেয়ায় ফার্মেসীর মালিকের উপর

সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বিভা ফার্মেসীর স্বত্বাধিকারী সাংবাদিক মাহবুব আফাজ। সোমবার দুপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাচারিপাড়া এলাকার মৃতঃ জালাল উদ্দিনের ছেলে লিটন (৩৫) সঙ্গীয় আরও ২/৩জনকে সাথে নিয়ে বিভা ফার্মেসীতে এসে মাহবুব আফাজ'র কাছে ঘুমের ঔষধ চাইলে তিনি ঘুমের ঔষধ সেবন বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে বললে লিটন ক্ষিপ্ত হয়ে প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ঔষধ দাবি করতে থাকে। মাহবুব আফাজ প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ঔষধ দিতে অস্বীকৃতি জানালে লিটন ও তার সঙ্গীরা মাহবুব আফাজকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজসহ তার উপর চড়াও হয় এবং কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে আহত করে। এসময় বিভা ফার্মেসীতে ভাংচুর ও মালামাল তছনস-তসরুফ করা হয়। এমতাবস্থায় বিভা ফার্মেসীতে উপস্থিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে লিটন আর তার সঙ্গীরা মাহবুব আফাজকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। মাহবুব আফাজকে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।।।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন