বিনোদন ডেস্ক : ঢাকার চলচ্চিত্রের তরুণ নায়িকাদের মধ্য মিষ্টি জান্নাত অন্যতম। শুধু দেশীয় সিনেমাতেই নয়, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনারও কয়েকটি সিনেমাতে অভিনয় করছেন তিনি। গ্ল্যামারের পাশাপাশি অভিনয় দিয়ে ইতোমধ্যে নজর কেড়েছেন তিনি। শুধু তাই নয়, বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করার পর মিষ্টি জান্নাতকে কয়েকটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেও দেখা যাচ্ছে। সম্প্রতি একসঙ্গে ৩টি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মিষ্টি। প্রতিষ্ঠানগুলো হলো- রূপসী বাংলা সিটি, জান্নাত ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউস এবং মুম্বাই ফ্যাশন হাউস। মিষ্টি জান্নাত বলেন, এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। আরো তিনটি কোম্পানির সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে। তবে চুক্তি সাক্ষর না হওয়া পর্যন্ত এগুলোর নাম প্রকাশ করতে চাচ্ছি না। মিষ্টি জান্নাত বলেন, নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, এক সঙ্গে তিন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ায়। আমার কাছে রীতিমত অবিশ্বাস্য মনে হচ্ছে। এর ফলে আমার চলচ্চিত্র ক্যারিয়ার আরও উজ্জ্বল হবে বলে আমার বিশ্বাস। এদিকে নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে মিষ্টি জান্নাত অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি। মার্চ এবং এপ্রিলে মুক্তি পাবে যৌথ প্রযোজনার সিনেমা ‘এবং তুই আমার রানী’ ও ‘আমার প্রেম তুমি’। এছাড়া নতুন বছরে মিষ্টির নিজস্ব প্রযোজনা সংস্থা হ্যাভেন মাল্টিমিডিয়া থেকে নতুন আরও ৫টি সিনেমা নির্মাণ করবেন বলে জানান মিষ্টি জান্নাত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন