ঢাকায় বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্রে করে পথে পথে তল্লাশীসহ নানা অজনা আতঙ্কে বৃহস্পতিবার বিকেল থেকেই রাজধানীমুখী সব যানবাহনে যাত্রী চলাচল হ্রাস পেতে থাকে । গতকাল শুক্রবার সকাল থেকে যাত্রীর অভাবে রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা বিআরটিসিসহ সবগুলো বেসরকারি সড়ক পরিবহন কোম্পানির বাসের যাত্রা বাতিল করা হয়। প্রতিটি বাসেই ছিল যাত্রীর আকাল। ফলে বেলা বাড়ার সাথে একের পর এক ট্রিপ বাতিল করা হয়েছে। এমনকি অন্যান্য দিন শুধু বরিশাল নৌ বন্দর থেকেই যেখানে ৪-৫টি বড় মাপের নৌযান ঢাকায় যাত্রী নিয়ে যেত, সেখানে শুক্রবার মাত্র ১টি নৌযান ছেড়ে গেলেও যাত্রী ছিল হাতে গোনা। যাত্রীর অভাবে ভোলা ও পটুয়াখালী নৌবন্দরসহ দক্ষিণাঞ্চলের অন্য লঞ্চ টার্মিনাল থেকেও ঢাকার পথে যাত্রা বাতিল করেছে একাধিক নৌযান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন