শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১০:১৫ এএম

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো বসেছে ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপের ২২তম আসর। যার চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে দ্রুত। ৩২টি দল থেকে আসরে টিকে আছে আর মাত্র চারটি দল। গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সামনে এখন সেমি আর ফাইনাল যুদ্ধ।

ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াই। এবার তিনদিন বিরতি রেখে মাঠে গড়াবে সেমিফাইনালের ম্যাচ। যার প্রথমটিতে মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে এই দুই দল। এর পরদিনই দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও মরক্কো। ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় প্রথমবারের মতো শেষ চারে উঠা আফ্রিকার দলটির বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

শেষ আটের লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে শেষ চারে এসেছে ক্রোয়েশিয়া। টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচটি ৪-২ গোলে জিতে নেয় ক্রোয়েটরা।

অন্যদিকে ২০১০ বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে টাইব্রেকারে ডাচদের ৪-৩ গোলে হারায় স্ক্যালোনির দল।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ইতিহাস লিখে কাতার বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দল হিসেবে এই কীর্তি অর্জন করেছে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের কোলঘেঁষা উত্তর আফ্রিকার দেশটি।

অন্যদিকে কোয়ার্টারের শেষ লড়াইয়ে ইংলিশদের ২-১ গোলে হারায় ফ্রান্স। এই জয়ে ২০১৮ বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ফরাসিরা।

সেমিফাইনালের সময়সূচি

প্রথম ম্যাচ

১৩ ডিসেম্বর, মঙ্গলবার

আর্জেন্টিনা : ক্রোয়েশিয়া

দিবাগত রাত ১টা, লুসাইল আইকনিক স্টেডিয়াম, লুসাইল

দ্বিতীয় ম্যাচ

১৪ ডিসেম্বর, বুধবার

মরক্কো : ফ্রান্স

দিবাগত রাত ১টা, আল বায়াত স্টেডিয়াম, আল খোর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন