দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর দীর্ঘ পৌনে চার ঘন্টা পর পুনরায় লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
জানাগেছে,ভোর রাতে নদীতে হঠাৎ করে কুয়াশা ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি ও লঞ্চের মার্কিন বাতি অস্পষ্ট হয়ে গেলে ঘাট কতৃপক্ষ দূর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। ভোর ৪ হতে পৌনে ৮ টা পর্যন্ত সকল নৌযান নদীতে চলাচল বন্ধ থাকার পর । কুয়াশার ঘনত্ব আস্তে আস্তে কমে গেলে পূনরায় পৌনে চার ঘন্টা পর সকল নৌযান চলাচল স্বাভাকি হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. ছালাউদ্দিন দৈনিক ইনকিলাবকে জানান, হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকায় ফেরি মার্কিন বাতি অস্পষ্ট হয়ে যাওয়াতে ভোর ৪ টা হতে সকাল পৌনে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পূনরায় ফেরিচলাচল শুরু হয়েছে। ৭ ফেরি ঘাটের মধ্যে ১,২,৫,৬, বন্ধ রয়েছে। ৩,৪,৭ বর্তমান তিনটি ফেরি ঘাট চালু রয়েছে। এই নৌরুটে বড় ফেরি ৬টি ও ছোট ফেরি ৫ টি মোট ১১ টি ফেরি চলাচল করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন