পৌষের জেঁকে কাপছে কলাপাড়ার জনপদ। শনিবার সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন ১৩.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলে বসবাসকারীরা। তীব্র ঠান্ডায় সন্ধ্যা নামলেই গ্রামাঞ্চলের বাজারগুলোতে কমে যাচ্ছে মানুষের অনাগোনা। এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। দিনমজুর রাকিব জানান,কুয়াশায় আজকে সব অন্ধকার হয়ে গেছে, তার হঠাৎ শীত বেড়ে গেছে,আমরা খেটে খাওয়া মানুষ।এখন দশটা বাজে কোন কাজে যেতে পারিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন