মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উপভোগের মন্ত্রে নির্ভার দেশম

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

লিওনেল মেসির হাতে অনেকেই বিশ্বকাপের সোনালী ট্রফিটা দেখতে চান। তবে সি তালিকায় যুক্ত হয়েছে তাই অনেক ফরাসিও! নিজের দেশের মানুষের, এমনকি সাবেক জাতীয় দলের তারকাদের এমন অদ্ভূত চাওয়ায় একট্ ুবিরক্তই ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য ডাভিড ত্রেজেগে বলেছেন তিনি খুব করে চান চ্যাম্পিয়ন হয়েই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা যেন রাঙিয়ে রাখতে পারেন মেসি। লুসাইল স্টেডিয়ামে আজ শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা বিপক্ষে নামার আগে তাই একটা অদৃশ্য দ্বাদশ খেলোয়াড় তৈরি হয়ে ফরাসি কোচ দেশমের জন্য। তাছাড়া সংবাদ সম্মেলন জুড়ি একটা অংশ ছিল করিম বেনজেমাকে নিয়েও। তবে ৫৪ বছর বয়সী ফরাসি ম্যানেজার ইতিহাসের দ্বিতীয় ম্যানেজের হিসেবে দুটি বশ্বকাপ জইয়ী দলের কোচ হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাছাড় তার দলকে হাতছানি দিয়ে ডাকছে ৬০ বছর পর পুনরায় টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের মাইলফলক। আর সেটা সম্ভব হলে ফুটবলের ইতিহাসে একমাত্র ব্যক্তি হবেন দেশম যিনি খেলোয়াড় হিসেবে একটি ও কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন।
দেশমকে জিজ্ঞেস করা হয়েছিল এ অবস্থায় আর্জেন্টিনার মতো এমন উজ্জীবিত দলের বিপক্ষে লড়াইয়ে আগে কি একটু চাপে আছেন? ফরাসি ম্যানেজার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন, ‘আমি চিন্তিত নই, একদমই চাপে নেই।’ দেশম জানিয়ে দিলেন কিভাবে বড় ম্যাচের আগে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করতে হয়, ‘এমন ম্যাচের জন্য প্রস্তুতিপর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের শান্ত থাকা, আমরা সেটাই করছি।’
তারপরই দেশম জানালেন তার বিরক্তির কথা,‘বিশ্বকাপ ফাইনালে, ম্যাচটাই তো মূল, তবে কিছু কিছু বিষয়ও বিশেষভাবে উঠে আসছে। আমি জানি, আর্জেন্টিনার মানুষ এবং হয়তো কিছু ফরাসিও মেসির বিশ্বকাপ জয় দেখতে চান।’ তবে গণ্মাধ্যমের জন্য কোন মুখরুচক কথা তিনি আর বলেন নি। তবে বেনজেমার ফাইনাল খেলার ব্যাপারে ও ম্যাচটি মাঠে বসে জিজ্ঞেস করলে ফরাসি কোচ ধরে রাখতে পারেননি আবেগ। দেশম বলেন, ‘নিয়মিত খেলোয়ারদের একটা বিশাল অংশ চোটে। আমি পরিষ্কার বলতে চাই বেনজেমা ফাইনালে খেলবে না। আর চোটাগ্রস্থ ও সাবেক খেলোয়াড়দের ফাইনাল দেখতে আসার নিমন্ত্রণের ব্যাপারে বলতে চাই আমি মোটেই তোয়াক্কা করি না এসব। কে কিভাবে খেলা দেখবে সেটা আমার চিন্তার ব্যপার নয় মোটেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন