বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও নাট্যনির্দেশক আফসানা মিমি চলচ্চিত্রের গল্প লিখছেন। ২০০৬ সাল থেকে তিনি একটি চলচ্চিত্রের গল্প’র ভাবনা মাথায় রেখেছিলেন। সেই গল্পের ভাবনা থেকেই চলচ্চিত্রের গল্প লিখছেন। আফসানা মিমি আশা করছেন, সময় নিয়ে গল্প লেখার কাজ দ্রুত শেষ করতে পারবেন। তবে কবে চলচ্চিত্র নির্মাণ করবেন তা নিশ্চিত করে বলতে পারেননি। চলচ্চিত্রের নামও ঠিক করেননি। তিনি জানান, নতুন বছরে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু করতে পারেন। তিনি এখন চলচ্চিত্রের প্রতি মনোযোগী। কারণ ছোটপর্দার অভিনয়ে বা নাটক নির্মাণে তার কোনো অতৃপ্তি নেই। থিয়েটারের অভিনয়ে কিংবা চলচ্চিত্র নির্মাণে তার অতৃপ্তি রয়ে গেছে। তাই চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে নিজেকে নতুন করে উপস্থাপন করার চেষ্টা করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন