শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ওয়াজা তুম হো’ গড় আয় করছে

প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:২৫ পিএম, ২১ ডিসেম্বর, ২০১৬

হ্যাকিং নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ওয়াজা তুম হো’ প্রধানত চলচ্চিত্রটির মূল ভিত্তিতে বাঁধা থাকেনি। যত সম্ভব মসলা যোগ করা হয়েছে। যতটা সম্ভব উত্তেজক করার চেষ্টা করা হয়েছে, তবে কিছুই তেমন কাজে আসেনি। গত শুক্রবারের একক ফিল্ম হলেও তেমন দর্শক আকর্ষণ করতে পারেনি। ১৫ থেকে ২০ শতাংশ দর্শক এসেছে থিয়েটারে ফিল্মটি দেখার জন্য। দর্শক সংখ্যা সীমিত হওয়ার একটি কারণ এটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে ইউ/এ সেন্সর সার্টিফিকেট পেয়েছে। তার মানে এটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত। তবে ১২ বছরের কম বয়সীরা বাবা বা মায়ের সঙ্গে এটি দেখতে পারবে। নগ্নতাবিহীন যৌনতা আছে বলে নিশ্চিত করে অভিভাবকরা এটি অপ্রাপ্ত বয়স্কদের দেখতে দেবে না আর থিয়েটারেও কম বয়সীরা একা যেতে পারবে না। আর অন্য কারণ হলো এর বিষয়বস্তুর দুর্বলতা।
চলচ্চিত্রটির কাহিনী খাপছাড়া। প্রথম অর্ধেকে দর্শকদের মনে এক ধরনের কৌতূহল সৃষ্টি হলেও পরের অর্ধেকে তার কোনো ছাপ দেখা যায়নি। শেষের দিকে শুধু শিল্পীদের উত্তেজনা সৃষ্টির মতো দৃশ্যেরও বাহুল্য। পরিচালনার নি¤œমান, শিল্পীদের অমনোযোগ লক্ষণীয়। ইংরেজি উচ্চারণ আর ভাষাটি ব্যবহারেও শিল্পী আর নির্মাতাদের দুর্বলতা দেখা গেছে। বিশেষ নৃত্যদৃশ্যে শারলিন চোপড়া আর জেরিন খান তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। একমাত্র যে অভিনেতাটির পারফরমেন্স প্রশংসা করা যায় তিনি হলেন শরমন জোশি। বাকিরা মানের দিক দিয়ে হয় গড় বা তা তার নিচে।
বিশাল পা-্যর পরিচালনায় ‘ওয়াজা তুম হো’তে অভিনয় করেছেন সানা খান, গুরমিত চৌধুরী, শরমন জোশি, রজনীশ দুগগাল, হিমাংশু মালহোত্রা এবং প্রথানা মালহোত্রা। শারলিন চোপড়া অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন আর একটি আইটেম দৃশ্যে পারফর্ম করেছেন জেরিন খান। শুক্রবার ফিল্মটি আয় করেছে ২.৮৬ কোটি রুপি। শনিবারের আয় ২.৬৮ কোটি রুপি। রবিবারের ২.৯৬ কোটি রুপি আয় নিয়ে সপ্তাহান্তের আয় ৮.৫ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ১.০৫ কোটি রুপি।
আগের সপ্তাহে মুক্তি পাওয়া ‘বেফিকরে’ শেষ তথ্য অনুযায়ী আয় করেছে ৫৫.৫৪ কোটি রুপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন