বিশেষ সংবাদদাতা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর সার্বিক উন্নয়ন এবং কর্মকা-ে গতিশীলতা আনতে ২০১৭ সালের জন্য ১৩ জনের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে আবারও চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মোহাম্দ ইনামুল বারী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের অন্য পরিচালকরা হলেন- অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, শিক্ষ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারশন অ্যান্ড ট্রেনিং) এয়ার মার্শাল নাঈম হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এফসিএ, ইমার্জিং রিসোর্সেস লি-এর নূর-ই-খোদা আব্দুল মবিন, ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম এম আসাদুজ্জামান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন