শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রোগ ওয়ান : আ স্টার ওয়ার্স স্টোরি

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

‘গডজিলা’ (২০১৪) চলচ্চিত্রটির জন্য খ্যাত গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন চলচ্চিত্র ‘রোগ ওয়ান : আ স্টার ওয়ার্স স্টোরি’। এডওয়ার্ডস পূর্ণদৈর্ঘ্য ‘মনস্টার্স’ (২০১০) ছাড়া একাধিক স্বল্পদৈর্ঘ্য আর প্রামাণ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। মূল ‘স্টারওয়ার্স ফোর : আ নিউ হোপ (১৯৭৭) ফিল্মের প্রিকুয়েল এটি।
জিন এর্সো (ফেলিসিটি জোন্স) জীবনের কখনও কোনও আইন মানেনি। একেবারে শৈশবে সে বাবা-মা থেকে আলাদা হয়ে যায়। স গেরেরা (ফরেস্ট হুইটেকার) তার দেখাশোনার দায়িত্ব নেয় কিন্তু জিনের বয়স যখন ১৬ সেই তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে গ্যালাক্টিক অপরাধ জগতেই সে বড় হতে থাকে আর যুদ্ধ ও ক‚টকৌশল শিখতে থাকে। এক পর্যায়ে সে রেবেল অ্যালায়েন্সের হাতে বন্দি হয়। নির্মীয়মাণ গ্রহ বিধ্বংসী ডেথ স্টারের তথ্য জানার জন্য মন মথমা (জেনেভিভ ও’রাইলি) তাকে তাদের দলে যোগ দিতে বলে। এই অস্ত্র নির্মাণ হয়ে গেলে এম্পায়ারকে কেউই রুখতে পারবে না। জিন, ক্যাসিয়ান অ্যান্ডর (দিয়েগো লুনা), বোধি রুক (রিজ আহমেদ) আর বাস্তববাদী ড্রয়েড কে-টুএসওকে (অ্যালান টুডাইক) নিয়ে গঠিত হয় রোগ ওয়ান স্কোয়াড্রন। বেরাই ডেথ স্টারের তথ্য চুরি করে এসে গ্যালাক্সিতে শান্তি আনবে। তাদের সঙ্গে যোগ দেয় ভাড়াটে খুনি ম্যালবাস (জিয়াং ওয়েন) আর তার সঙ্গী চিরাত ইমওয়ে (ডনি ইয়েন)। ডার্থ ভেডারের (জেমস আর্থ জোন্স) তত্ত¡াবধানে ডেথ স্টারের নির্মাণ যে করেই হোক সমাপ্ত করতে বদ্ধপরিকর অরসন ক্রেনিক (বেন মেন্ডেলসন)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন