বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্বর্ণ পদক পাচ্ছেন রাবির ১০৩ শিক্ষার্থী

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:০৫ পিএম

স্বর্ণ পদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০৩ জন শিক্ষার্থী। আগামী ৩০ জানুয়ারি কৃতি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দিবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।
তিনি বলেন, বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পদক, মমতাজউদ্দিন স্বর্ণ পদক, অগ্রণী ব্যংক স্বর্ণ, ডা. এ.কে খান স্বর্ণ পদক এই তিন ক্যাটাগরিতে ১০৩জন শিক্ষার্থীর হাতে স্বর্ণ পদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় উপস্থিত থাকবেন কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও।

তিনি আরও বলেন, এদিন ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামটিরও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন