শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোল্ট-সাউদিকে টেস্টের জন্য তৈরি করছে কিউই কোচ

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এই মুহূর্তে নিউজিল্যান্ডের সেরা পেস জুটিট্রেন্ট বোল্ট-টিম সাউদি। তবে টেস্টে ১৭৩, ওয়ানডেতে ৭১ এবং টি-২০ তে ১৫ উইকেট শিকারী কিউই গতি তারকা ট্রেন্ট বোল্ট নেই বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডে। নেই টেস্টে ১৯০, ওয়ানডেতে ১৪৪ ও টি-২০ তে ৪৮ উইকেট শিকারী সাউদি। অস্ট্রেলিয়ার কাছে ৩-০ তে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় কোপটা পড়েছে এই দুই পেসারের উপর। তবে ওয়ানডে নয়, এই পেস জুটিতে টেস্টের জন্য তৈরি করছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। সামনে ব্যস্ত সফরসূচি অপেক্ষা করায় বিশ্রাম দিয়ে এই দুই পেস বোলারকে ফিট রাখার কথাই ভাবছেন তিনিÑ ‘ তিন ফরমেটের ক্রিকেটে বিশেষ করে বোলারদের জন্য ভারসাম্য ঠিক রেখে খেলতে হয়। তাই টেস্ট ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত করতে আমরা তাদেরকে বিশ্রাম দিচ্ছি।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন এ বছর তিন ফরমেটের ক্রিকেটে (টেস্টে ৭৫৩, ওয়ানডেতে ৫৫৯, টি-২০ তে ৩৮৩ রান) নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিেিজর পর সব ধরনের ক্রিকেটের বাইরে থেকে অনুশীলনে ফেরায় সতেজ হয়ে বাংলাদেশের বিপক্ষে কেন উইলিয়াসন খেলতে পারবেন বলে বিশ্বাস কেন উইলিয়ামসনেরÑ‘ তাকে বিশ্রাম দিতে পারা খুব ভালো একটি ব্যাপার। তিন ফরমেটের ক্রিকেটের সব কমিটিতে খেলতে বলা খুব কঠিন। তার উপরে সে আবার দলের অধিনায়কও। তাই আমাকে তাকে একা থাকতে দিয়েছি। এই সময়টা উপভোগ করতে ফোন ছাড়া আর কিছুই করিনি। অবশ্যইসে ফুরফুরে হয়ে খেলার জন্য প্রস্তুত।’
ভারতের কাছে ৩-২এ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ওয়ানডে সিরিজ হেরে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ তে হেরে দলটি বিধ্বন্ত। তবে সাম্প্রতিক এই পারফরমেন্স বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিরুপ প্রভাব ফেলবে বলে মনে করছেন না কিউই কোচÑ‘ গত ১০-১২ দিন ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে ছেলেরা। এতে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। ভারতের বিপক্ষে একাধিক জয়ের অতীতও খুব বেশিদিন আগের নয়। সেখানেও দারুণ কিছু স্মৃতি আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন