স্টাফ রিপোর্টার : শিল্পী ভজন কুমার ব্যাধের জন্ম কুষ্টিয়ায়। পিতামহ ঝড়শাহ ছিলেন লালনশাহ’র অন্যতম একজন শিষ্য। বাবা ভক্ত শাহের অনুপ্রেরণায় ভজন কুমার ব্যাধ লোকসংগীত সাধনায় আত্মনিয়োগ করেন। স্বীয়সংগীত প্রতিভায় তিনি মুগ্ধ করেছেন অজস্র শ্রোতাকে। কলকাতা, ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, তারা বাংলাসহ দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় তিনি সংগীত পরিবেশন করেছেন। বড়দিন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় ২৫ ডিসেম্বর ২০১৬ রোববার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পী ভজন কুমার ব্যাধ-এর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত শ্রোতামÐলী শিল্পীর একক পরিবেশনা বিমোহিত হয়ে শ্রবণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন