বিনোদন ডেস্ক : শীতার্তদের সাহায্যার্থে ‘হাতে হাত কনসার্ট’ শীর্ষক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তপু। এজন্য নিজের ব্যান্ড যাত্রীকে নিয়ে রাজশাহী যাচ্ছেন তিনি। ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আগামী ৩০ ডিসেম্বর দুপুর আড়াইটায় শুরু হবে এ আয়োজন। এখানে তপু ছাড়াও গান গেয়ে শোনাবেন এহসান রাহী ও আরশী। থাকছে রাজশাহী কমেডি ক্লাবের পরিবেশনা। ‘বাড়িয়ে দাও তোমার হাত শীতার্তদের সাহায্যার্থে’ সেøাগান নিয়ে কনসার্টটি আয়োজন করেছে জলফড়িং মিউজিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন