আশিক বন্ধু : অনন্য মামুনের নতুন সিনেমা ‘বন্ধন’ এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটছে আরজে ও উপস্থাপক ইভান সাইর-এর। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শীঘ্রই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। একজন পুলিশ অফিসারের চরিত্রে তাকে দেখা যাবে। ইভান সাইর এতদিন অন্য নায়কের কণ্ঠ দিতেন। বিশেষ করে বাপ্পীর কণ্ঠ দিতেন তিনি। এবার নিজেই সিনেমায় অভিনয় শুরু করছেন। ইভান সাইর বলেন, ‘অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছি। এবার নিজের কণ্ঠ দিয়ে নিজেই চলচ্চিত্রে অভিনয় করব। ব্যাপারটা আমার কাছে অন্যরকম আনন্দের। চেষ্টা করব নিজেকে তুলে ধরতে। প্রথম চলচ্চিত্র দিয়েই নিজের একটা অবস্থান তৈরি করার প্রচেষ্টা থাকবে। সবার দোয়া ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই। এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক অনন্য মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলচ্চিত্রটির গল্প পড়ে বেশ ভালো লেগেছে। আশা করছি, বড় পর্দায় অভিনয়ে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারব। উল্লেখ্য, ইভান অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে এফএম রেডিও, টেলিভিশনের পর্দায় নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন