বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে এখন দুর্দিন চলছে। এ দুর্দিনে যার সিনেমা ব্যবসা করার কথা সেই শাকিবের সিনেমাও ব্যবসা করতে পারছে না। লাভ দূরে থাক, তাকে দেয়া পারিশ্রমিকের টাকাই তুলতে পারছেন না প্রযোজকরা। এ বছর শাকিব অভিনীত আটটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রোজার ঈদে মুক্তি পেয়েছে তিনটি আর কোরবানির ঈদে ২টি। রোজার ঈদে যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ কিছুটা ব্যবসা সফল হলেও অন্য দুটি সিনেমার লগ্নিকৃত অর্থই তুলতে পারেনি প্রযোজক। কোরবানি ঈদে বসগিরি ও শুটার সিনেমা দুটি কিছুটা ব্যবসা করেছে। এছাড়া রাজা ৪২০, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’র প্রযোজকরা লগ্নিকৃত অর্থ তুলতে পেরেছেন। অর্থাৎ লাভ করা নয়, লগ্নিকৃত অর্থ তুলতে পারলেই প্রযোজকরা খুশি। এর অর্থ হচ্ছে, শাকিবের সিনেমা দিয়ে এখন আর প্রযোজকরা লাভবান হতে পারছেন না। তবে বছরের শেষে এসে শাকিবের যে সিনেমাটি মুক্তি পায়, তার প্রযোজককে খালি হাতেই ফিরতে হচ্ছে। ধূমকেতু নামের সিনেমাটি এতটাই ফ্লপ হয় যে, লগ্নিকৃত টাকা আর কোনো দিনই প্রযোজক ফিরে পাবেন না। চলচ্চিত্র সমালোচকরা বলছেন, দুই উৎসব ছাড়া শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমাগুলো কোনো ব্যবসা করতে পারছে না। ফলে অনেক প্রযোজক শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণ করার আগ্রহ হারিয়ে ফেলছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন