বিনোদন ডেস্ক : এক বছর পর অভিনয়ে ফিরলেন অভিনেত্রী স্বাগতা। সম্প্রতি চিত্রনায়ক সম্রাটের পরিণাম নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে শারীরিক প্রতিবন্ধী স্ত্রীর চরিত্রে রূপদান করেছেন তিনি। এছাড়া স্বাগতা ফালতু নামে একটি নাটকের কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন নজরুল কোরেশী। এছাড়া এশিয়ান টিভিতে স্বাগতা অভিনীত অদ্বিতীয়া ধারাবাহিক নিয়মিত প্রচার হচ্ছে। এই ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি স্বাগতা উপস্থাপনাও ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ বেতারে তার উপস্থাপনায় তারার সাথে কিছুক্ষণ অনুষ্ঠান নিয়মিত প্রচার হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন