শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিং

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ক্রিস্টোফার লুর্ডেলে এবং গার্থ জেনিংস পরিচালিত এনিমেশন চলচ্চিত্র ‘সিং’। ‘সিং’ লুর্ডেলে’র প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জেনিংস এর আগে ‘সান অফ র‌্যাম্বো’ (২০০৮) এবং ‘দ্য হিচহাইকার’স গাইড টু দ্য গ্যালাক্সি’ (২০০৫) ফিল্ম দুটি পরিচালনা করেছেন।
এ এমন এক কল্প-বিশ্বের গল্প যা দেখতে একবারে মানুষের পৃথিবীর মত। তবে এতে বাস করে মানুষের মত কথা বলতে আর চলতে সক্ষম সব প্রাণী। এই দুনিয়ার বাসিন্দা বাস্টার মুন (ভয়েস : ম্যাথিউ ম্যাকনহে)। বাস্টার মুন এক কোয়ালা। সে একটি থিয়েটার চালায়। এক সময় এই থিয়েটারটির খুব নাম ছিল। সবাই একে ভালবাসত, এক ছিল বিপুল শানশওকত। কিন্তু এখন এটি ভয়ানক সংকটে পড়েছে। যে কোনও সময় এটি বন্ধ হয়ে যেতে পারে। মুন এই থিয়েটারটিকে প্রাণের চেয়েও বেশি ভালবাসে। যে করেই হোক এটিকে রক্ষা করতে সে সংকল্পবদ্ধ। তার পাশে এসে দাঁড়ায় তার ভেড়া বন্ধু এডি (ভয়েস : জন সি. রাইলি)। এডিকে সঙ্গে নিয়ে সে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেয়। থিয়েটারটি বন্ধ হবার হাত থেকে বাঁচাবার জন্য সে বিশ্বব্যাপী এক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে। ব্যাপকভাবে প্রচার চালানো হয়। বিভিন্ন জায়গায় লিফলেট আর হ্যান্ডবিল পৌঁছে দেয়া হয়। বিজয়ী হবার আশায় শত শত প্রতিযোগী নাম লেখাতে শুরু করে। এর মধ্যে কেউ যোগ্য কেউ নয়। এদের মধ্যে এক প্রতিযোগী হল মা শূকরী রোসিটা (ভয়েস : রিস উইদারস্পুন), গরিলা জনি (ভয়েস : ট্যারন এজারটন) যে তার বাবার মত অপরাধীর জীবন বেছে নিতে চায় না, আর মিনা নামে এক লাজুক হাতি যার প্রধান ভক্ত হল তার দাদা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন