স্টাফ রিপোর্টার : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কপিল বাড়ৈ হত্যা মামলার প্রধান আসামি মো. নাজমুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, বুধবার রাতে সিলেট জেলার শাহ পরান থানার মুরাদপুর এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল পুলিশকে জানিয়েছে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নাজমুলকে অপহরণ করা হলেও পরে হত্যা করা হয়। মাসুদুর রহমান জানান, পূর্ব পরিচিত কপিল বাড়ৈর পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের জন্য তাকে অপহরণ করা হয়। অপহরণের পর নাজমুলকে নেয়া হয় বারিধারার জে-বøকের নির্মাণাধীন একটি বাড়িতে। ওই ভবনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নিশ্চিত করা হয় মৃত্যু। পরে সেফটি ট্যাংকে ডুবিয়ে দিয়ে গুম করা হয় লাশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন