কমেডি তারকা কপিল শর্মা অভিনীত আগামী চলচ্চিত্র ‘ফিরাঙ’-এ তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন টিভি অভিনেত্রী রোশনি ওয়ালিয়া। এই চলচ্চিত্রটির মধ্যদিয়েই রোশনির চলচ্চিত্রে অভিষেক হবে।
রোশনি এ যাবত ‘ভারত কা বীর পুত্র- মহারাণা প্রতাপ সিং’ এবং ‘ইয়ে ওয়াদা রাহা’র মত জনপ্রিয় টিভি সিরিয়ালগুলোতে অভিনয় করেছেন। জানা গেছে তিনি সম্প্রতি ‘ফিরাঙ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
পাঞ্জাবে এরইমধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। কপিল কয়েকদিন আগে শুটিংয়ের ছবি পোস্ট করেছেন।
পিরিয়ড কমেডি ফিল্ম ‘ফিরাঙ’-এ কপিলের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ‘দৃশ্যম’ চলচ্চিত্রের জন্য খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্তের ছোট বোন ঈশিতা দত্ত। ঈশিতা রূপায়িত চরিত্রের ছোট বোনের ভ‚মিকায় অভিনয় করবেন রোশনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন