বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ মুনমুন প্রায় দুই দশক ধরে চলচ্চিত্রে কাজ করছেন। মাঝে অশ্লীলতার কারণে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও স¤প্রতি আবারও নিয়মিত হচ্ছেন এ নায়িকা। এরই মধ্যে শেষ করেছেন দেলোয়ার জাহান ঝন্টুর ৫২ থেকে ৭১ এবং ড্যানি সিডাকের নির্দেশনায় কাসার থালায় রুপালি চাঁদ নামে দুটি সিনেমার কাজ। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। অন্যদিকে রাগী নামে নতুন একটি সিনেমায় কাজ করছেন তিনি। মুনমুন বলেন, আমি মনে-প্রাণে চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমাকে আজকের মুনমুনে পরিণত করেছে। তাই এ শিল্পের প্রতি আমার আজীবন ভালোবাসা থাকবে। আবারও নিয়মিত কাজ করতে পেরে ভালো লাগছে। আগামী দিনগুলোতে ভালো কাজ উপহার দিতে পারবো আশা করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন