শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চলমাণ এফটিপিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে দ্বি-পাক্ষিক সফরসূচি অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশ দল সফর করবে দক্ষিণ আফ্রিকা। ২ টেস্ট,৩ ওয়ানডে এবং ২টি টি-২০ ম্যাচে বাংলাদেশ দলকে আতিথ্য দিতে গত পরশু সফরসূচি ঘোষণা করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট। এই সফরসূচিতে দেশটির প্রধান ভেন্যু জোহানেসবার্গ, কেপটাউন কিংবা ডারবানে নেই বাংলাদেশের কোন ম্যাচ। ৯ বছর পর দ. আফ্রিকা সফরে বাংলাদেশ ম্যাচগুলো খেলবে বেনোনি, পোচেস্টর্ম, বেøামফন্টেইন, কিম্বার্লি, পার্ল এবং ইস্ট লন্ডনে। ৫ সপ্তাহের এই সফরে আভ্যন্তরীন যাতায়াতটাই সমস্যায় ফেলবে বাংলাদেশ দলকে। ২০০৮ সালের পর বাংলাদেশ দল এই সফরে চেনা ভেন্যুগুলোকেই পাচ্ছে। সফরটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে, শেষ হবে টি-২০ দিয়ে। সফরে থাকছে ২টি প্রস্তুতি ম্যাচ।আগামী ২১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল বেনোনিতে খেলবে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ। ১৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ৫০ ওভারের অনুশীলন ম্যাচ খেলবে বেøামফন্টেইনে। অনুশীলন ম্যাচ দু’টিতে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দ.আফ্রিকা আমন্ত্রিত একাদশ।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
২১-২৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ বেনোনি
২৮ সেপ্টে.-২ অক্টো. প্রথম টেস্ট পোচেস্ট্রম
৬-১০ অক্টোবর দ্বিতীয় টেস্ট বেøামফন্টেইন
১২ অক্টোবর ওয়ানডে ওয়ার্ম আপ ম্যাচ বেøামফন্টেইন
১৫ অক্টোবর প্রথম ওয়ানডে কম্বার্লি
১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে পার্ল
২২ অক্টোবর তৃতীয় ওয়ানডে ইস্ট লন্ডন
২৬ অক্টোবর প্রথম টি-২০ বেøামফন্টেইন
২৯ অক্টোবর দ্বিতীয় টি-২০ পোচেস্ট্রম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন