শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সিএমএইচ-বিএসএমএমইউ কিডনি প্রতিস্থাপন বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:৪৯ এএম, ৩ জানুয়ারি, ২০১৭

আইএসপিআর : সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ঢাকা এর মধ্যে কিডনি প্রতিস্থাপন বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সোমবার ঢাকা সেনানিবাসস্থ (সিএমএইচ)-এর প্রশাসনিক ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বিএসএমএমইউ-এর রেজিস্টার প্রফেসর মো: আব্দ–ল হান্নান (অব:) এবং সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুবুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর প্রদান করেন।
এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর কামরুল হাসান খান, বাংলাদেশ আর্মড ফোর্সেসের ডিজিএমএস মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন, কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সী মোহা: মুজিবুর রহমান, কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো: আবদুল আলী মিয়া, কমান্ড্যান্ট এএফএমসি মেজর জেনারেল মো: ফসিউর রহমান, কমান্ড্যান্ট এএফআইপি মেজর জেনারেল দেবাশীষ সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: সাজিদ হাসান, চেয়ারম্যান ইউরোলজি বিভাগ, প্রফেসর মো: শহীদুল ইসলাম (সেলিম), চেয়ারম্যান নেফরোলজি বিভাগ, প্রফেসর দেবব্রত বনিক, চেয়ারম্যান এ্যানেসথেসিওলজি বিভাগ এবং সংশিষ্ট বিভাগের প্রফেসরগণ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, সিএমএইচ ঢাকায় অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত কিডনি প্রতিস্থাপন সেন্টার স্থাপনের সকল কার্যক্রম চলমান রয়েছে। এখন সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় ঢাকা সিএমএইচ এর এই সেন্টারটি চালু করার জন্য মেডিক্যাল টিমের প্রশিক্ষণসহ সংশিষ্ট সকল প্রকার সহযোগিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রদান করবে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন