বিনোদন ডেস্ক : শিশু অধিকারের গল্প নিয়ে বিনা কর্তনে ছাড়পত্র পেল লাকী মুভিজের প্রযোজনার প্রথম চলচ্চিত্র শেষ চুম্বন। পারিবারিক প্রেক্ষাপট আর শিশু নির্যাতন বন্ধের দাবি নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানানো হয় সিনেমাটি শীঘ্রই মুক্তি দেয়া হবে। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোন্তাহিদুল লিটন। অভিনয় করেছেন নবাগত সাগর আহমেদ, সানজিদা তন্ময়, রাইসা (শিশু শিল্পী), শিমুল খান, কাদেরীসহ আরো অনেকেই। আর সঙ্গীত পরিচালনা করেছেন এঞ্জেলা মনজুর, ওয়ালিদ ও অরূপ। এছাড়াও চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন বাঁধন, এঞ্জেলা মনজুর ও খুদে গানরাজ আশা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন