বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের মতো নাটকেও জাতীয় পুরস্কার দাবি করেছেন চলচ্চিত্র, টিভি ও মঞ্চ শিল্পীদের সংগঠন শিল্পী ঐক্যজোটের আহŸায়ক নাট্যনির্মাতা জি. এম সৈকত। তিনি বলেন, চলচ্চিত্রের মতো নাটকও সমাজ বিনির্মাণের দর্পণ। এই দর্পণে যথাযথভাবে সমাজ ও পারিপার্শ্বিকতার প্রতিফলন ঘটাতে উৎসাহের বিকল্প নেই। এ ক্ষেত্রে রাষ্ট্রই পারে জাতীয় পুরস্কারের মাধ্যমে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের উৎসাহ দিতে। জোটের প্রধান উপদেষ্টা অভিনেতা ডি এ তায়েব বলেন, নাটক হচ্ছে অন্যতম প্রধান গণমাধ্যম। নাটকের মান ভাল করতে নির্মাতা শিল্পী ও কলাকুশলীদের উৎসাহ প্রদান করা প্রয়োজন। যেকোন রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে সর্বোচ্চ সম্মান। এই সম্মান পেলে কাজের মান ভাল করতে সংশ্লিষ্টরা আরো দায়িত্ববান ও তাদের কমিটমেন্ট জোরালো হবে। প্রধানমন্ত্রী শোবিজ জগতের মানুষকে সম্মান দেন। তাই নাটকে জাতীয় পুরস্কার প্রদান তার কাছে এখন আমাদের দাবি। জোটের অন্য উপদেষ্টা অভিনেতা নির্মাতা নাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের প্রতি খুবই আন্তরিক। টিভি নাটক সব সময়ই একটি জনপ্রিয় মাধ্যম। আর এ নাটকের মানোন্নয়নে সরকারি সহযোগিতা অনিবার্য। চলচ্চিত্রের মতো টিভি নাটকেও যদি জাতীয় পুরস্কার দেওয়া হয় তাহলে কাজের মান বাড়বে, দর্শকও উন্নত বিনোদন পাবে। তাই প্রধানমন্ত্রীর প্রতি বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন