বিনোদন ডেস্ক: ‘আমাদের মনের কথা’র আজকের পর্বে রান্নার ক্ষেত্রে পচা-বাসি খাবার ও মরা মুরগী রন্ধনকারী বজলু মিয়ার মুখোমুখি হচ্ছেন শামীম শাহেদ। হোটেল ও রেস্টুরেন্টে রান্নার ক্ষেত্রে পচা-বাসি খাবার ও মরা মুরগী ব্যবহার করতেন রন্ধন শিল্পী বজলু মিয়া। বিস্তারিত জানা যাবে আজকের পর্বে। প্রতিনিয়তই আমাদের আশপাশে ঘটে চলেছে নানা ধরনের অপরাধ। সেইসব অপরাধী কিংবা যারা ভুক্তভোগী তাদের কথা শুনব আমরা ‘আমাদের মনের কথা’ অনুষ্ঠানে। শামীম শাহেদের উপস্থাপনায় পর্দার আড়ালে বসা রান্নার ক্ষেত্রে পচা-বাসি খাবার ও মরা মুরগী রন্ধনকারী বজলু মিয়ার এই সাক্ষাৎকার প্রচারিত হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন