শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আমলাতান্ত্রিক জটিলতায় টেলিটকের বাজার কমে যাচ্ছে -তারানা হালিম

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আমলাতান্ত্রিক জটিলতার কারণে রাষ্ট্রয়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের বাজার কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। একই সঙ্গে পৃষ্ঠপোষকতার অভাবকেও দায়ী করেছেন তিনি। গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরার আজমপুরে টেলিটকের গ্রাহক সেবাকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তারানা হালিম বলেন, টেলিটকের নেটওয়ার্ক স¤প্রসারণের জন্য ৬১০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে গত বছরের জুন মাসে। সেই প্রকল্প বাস্তবায়নে এখন পর্যন্ত আমরা অর্থ মন্ত্রণালয় হতে তেমন ইতিবাচক সাড়া পাইনি। এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল যেতে লাগে তিন মাস। তারপর তিন-চার কমিটি হয়ে একটি কাজ করতে যদি এক থেকে দেড় বছর লেগে যায় তাহলে বোঝা দুষ্কর, দোষ কার উপর বর্তায়। প্রতিমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি সুন্দর করে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবে এবং বাজারে একটি বৃহৎ অপারেটর হিসেবে আবির্ভূত হবে বলে আমার বিশ্বাস। তিনি আমলাতান্ত্রিক জটিলতাকে ‘লাল ফিতার দৌরাত্ম’ হিসেবে অভিহিত করে বলেন, আমরা টার্গেট অনুযায়ী কাজ করে যাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে লাল ফিতা। টেলিটক নেটওয়ার্ককে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তারানা হালিম। এর নেটওয়ার্ককে আরও স¤প্রসারিত ও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ২০১৭ সালের মধ্যে শুধুমাত্র ঢাকায় গ্রাহক এক কোটি বৃদ্ধি করার টার্গেট হাতে নিয়েছি। এখন পর্যন্ত টেলিটকের ভয়েস কলরেট এবং ডাটা চার্জ সর্বনিন্ম। তাই আমি মনে করে ঢাকায় টেলিটকের বিশাল মার্কেট রয়েছে। এসময় মন্ত্রণালয় ও টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন