রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কেরানীগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনে জাইকা প্রতনিধি দল

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে গতকাল (বৃহস্পতিবার) সকালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনে আসেন জাইকার প্রতিনিধি দল। প্রতিনিধি দল সকালে উপজেলার কোন্ডা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও পরে আগানগর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এসময় তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং সেবার মান মূল্যায়ন করে সন্তুষ্ট প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও জাইকার এনআইএস সাপোর্ট প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট আলী ইমাম মজুমদার, জাইকা কনট্রাক্টর ও এনআইএস সাপোর্ট প্রজেক্টের চিফ এ্যাডভাইজার আতসুচি তকুরা, এনআইএস সাপোর্ট প্রজেক্টের পাবলিক রিলেশন এক্সপার্ট আফিকো ইয়ামাশাকি, যুগ্ম সচিব ও এনআইএস সাপোর্ট প্রজেক্টের ন্যাশনাল কনসালটেন্ট মোঃ শফিউল আলম, সহকারী কমিশনার (ভ‚মি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন