শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সাত শতাধিক চলচ্চিত্রের অভিনতো জ্যাকি আলমগীর

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জ্যাকি আলমগীরকে দর্শক একজন কৌতুকাভিনেতা হিসেবেই বেশি চিনেন। তার অভিনয়ে দর্শক হাসিতে লুটিয়ে পড়েন। দর্শককে হাসাতেই ভালোবাসেন জ্যাকি আলমগীর। তিনি বলেন, ‘হাসি দিয়ে মানুষের দুঃখকে ক’জন জয় করতে পারে? আমি না হয় আমার অভিনয় দিয়ে দর্শককে দুঃখ ভুলিয়ে দেয়ার চেষ্টা করি। অভিনতো হিসেবে এখানেই আমার সুখ। আজীবন অভিনয় করে যেতে চাই। আমার কাছে অভিনয়ই ঘর-সংসার। অভিনয়ই আমার বেঁচে থাকার প্রেরণা।’ বরিশালের সন্তান জ্যাকি আলমগীরের আসল নাম আলমগীর হোসেন। প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘রক্তের বন্দী’ চলচ্চিত্রে যখন প্রথম অভিনয় করেন তখন তার নাম পরিবর্তন করে রাখেন জ্যাকি আলমগীর। এরপর খোকনের প্রায় সবগুলো চলচ্চিত্রেই তিনি অভিনয় করেন। কাজী হায়াতেরও প্রতিটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। জ্যাকি আলমগীর এ পর্যন্ত সাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮২ সাল থেকে তিনি চলচ্চিত্রের সাথে জড়িত। নিজের অভিনীত প্রিয় কয়েকটি চলচ্চিত্রের নাম বলতে গিয়ে লড়াকু, বজ্রমুষ্ঠি, আম্মাজান, প্রেম দিওয়ানা, কাবুলিওয়ালা’সহ আরো কয়েকটি চলচ্চিত্রের নাম উল্লেখ করেন। জ্যাকি জানান তিনি যে ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রত্যেকটি চলচ্চিত্রেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘আরন্যক’ নাট্যদলের সাথে প্রথম অভিনয়ে সম্পৃক্ত হন তিনি। এরপর তরঙ্গ আনোয়ারের ‘নভোথিয়েটার’ নাট্যদলের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। এই দলের হয়ে তিনি ‘নীল নগরী’ ‘সাগর সেচা মানিক’সহ বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তার রচিত নাটক ‘দুই বুয়ার ঝগড়া’ নির্দেশনা দিয়েছেন প্রয়াত কৌতুকাভিনেতা দিলদার। তার রচিত ‘গৃহকর্মী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন আহমেদ শরীফ। জ্যাকি আলমগীর দুটি চলচ্চিত্রের প্রযোজনায় সহকারী ছিলেন। তার প্রযোজিত দুটি চলচ্চিত্র নির্মাণ করেন শামসুদ্দিন টগর ও ফিরোজ আল মামুন। বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ চলচ্চিত্রের কাজ’সহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন। ১৯৫৪ সালের ৩ অক্টোবর জন্ম নেয়া জ্যাকি আমৃত্যু অভিনয় করে যেতে চান। দর্শকের মুখে হাসি ফুটিয়ে অভিনয় করতে চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন