বিনোদন ডেস্ক: ‘পাঞ্জাবীওয়ালা’ গান দিয়ে শ্রোতাদের মধ্যে ঝড় তুলেছিলেন সঙ্গীতশিল্পী শিরিন জাওয়াদ। গানটি এতটাই জনপ্রিয়তা পায় যে প্রায় সকলের মুখে মুখে ছিল। এ গানের পর মাতওয়ালী শিরোনামের গানটি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। তার গান থেকে দূরে সরে ছিলেন ৩ বছর। দীর্ঘদিন পর আবারো তিনি গানে ফিরেছেন। এবার তার উপহার গানওয়ালী। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির। সিডি চয়েস-এর ইউটিউব চ্যানেল থেকে গানটির মিউজিক ভিডিও গত ১১ জানুয়ারি আপলোড করা হয়েছে। মিউজিক ভিডিওর নির্দেশনার দায়িত্বেও ছিলেন শিরিন। বরাবরের মতো এ গানে শিরিন নিজেই নেচেছেন। শিরিন বলেন, আমি সবসময় চাই দর্শক- শ্রোতাদের ভিন্ন রকম আনন্দ দিতে। গানটি শুনলেই নাচতে ইচ্ছে করে। আশা করি সবাই গানটি শুনবেন এবং গানের তালে তালে নাচবেন। আভরাল সাহির বলেন, এই গানটি ছিলো আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনেক সাহস ও যতœ নিয়ে কাজটি করেছি। শিরিনের কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে গানটি করার সুযোগ দিয়েছেন। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন