শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সেরা চলচ্চিত্র ‘দাঙ্গাল’, অভিনয়ে জয়ী হলেন আমির খান আর আলিয়া ভাট

৬২ জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:২৬ পিএম, ১৫ জানুয়ারি, ২০১৭

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর সবচেয়ে কাক্সিক্ষত চলচ্চিত্র সম্মাননা অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোকে এই পুরস্কারে স্বীকৃতি দেয়া হয়। এবারের ৬২তম ফিল্মফেয়ারে পুরস্কারের সংখ্যার দিক থেকে সবচেয়ে সাফল্য পেয়েছে ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘নীরজা’; এই দুটি ফিল্মই পাঁচটি করে পুরস্কার পেয়েছে। তবে, বলার অপেক্ষা রাখে না সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন বিভাগেসহ চারটি বিভাগে ফিল্মফেয়ার পেয়ে অনেক দূর এগিয়ে গেছে গত বছরের এবং বলিউডের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র ‘দাঙ্গাল’। ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ চলচ্চিত্র দুটিও চারটি করে পুরস্কার পেয়েছে।
এই বছরের মনোনয়ন তালিকায় বেশ কয়েকটি নাম না থাকায় প্রশ্ন উঠেছে। এরা হলেন- অক্ষয় কুমার (‘এয়ারলিফ্ট’, ‘রুস্তম’), স্বরা ভাস্কর (‘নিল বাট্টে সান্নাটা’), তাপসি পান্নু (‘পিঙ্ক’), রণজিত হুদা (সর্বজিত’), সানা শেখ (‘দাঙ্গাল’), জায়রা ওয়াসিম (‘দাঙ্গাল’), নিমরাত কওর (‘এয়ারলিফ্ট’) এবং শাহরুখ খান (‘ডিয়ার জিন্দেগি’)।
এবারের ফিল্মফেয়ার অনুষ্ঠানটি পারফরমেন্সে মাতিয়েছেন আলিয়া ভাট, সোনাক্ষি সিনহা, সুশান্ত সিং রাজপুত এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া বরুণ ধাওয়ানের পারফরমেন্স খুব প্রশংসিত হয়েছে।
মুম্বাইয়ের এনসিএসআই ডোমে ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৌতুক শিল্পী কপিল শর্মা, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং অভিনেতা শাহরুখ খান

৬২ জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের পুরস্কার তালিকা
 সেরা চলচ্চিত্র : ‘দাঙ্গাল’
 শ্রেষ্ঠ পরিচালক : নীতেশ তিওয়ারি (‘দাঙ্গাল’)।
 শ্রেষ্ঠ অভিনেতা : আমির খান (‘দাঙ্গাল’)।
 শ্রেষ্ঠ অভিনেত্রী : আলিয়া ভাট (‘উড়তা পাঞ্জাব’)।
 শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : ঋষি কাপুর (‘কাপুর অ্যান্ড সন্স’)।
 শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : শাবানা আজমি (‘নীরজা’)।
 সেরা সঙ্গীত পরিচালনা : প্রীতম (‘অ্যায় দিল হ্যায় মুশকিল’)।
 শ্রেষ্ঠ গীতিকার : অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’)।
 শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক : অরিজিত সিং (অ্যায় দিল হ্যায় মুশকিল, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’)।
 শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা : নেহা ভাসিন (জাগ ঘুমেয়া, ‘সুলতান’)
 নতুন সঙ্গীত প্রতিভার জন্য আর ডি বর্মণ অ্যাওয়ার্ড : অমিত মিশ্র।
 শ্রেষ্ঠ অভিনেতা (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : মনোজ বাজপেয়ি (‘তাÐব’)।
 সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ‘চাটনি’।
 সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (পিপল’স চয়েস) : ‘খামাখা’।
 সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ফিকশন) : ‘চাটনি’।
 সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (নন-ফিকশন) : ‘মাটিলাল কুষ্টি’।
 শ্রেষ্ঠ অভিনেত্রী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : তিসকা চোপড়া (‘চাটনি’)।
 সেরা চলচ্চিত্র (ক্রিটিক্স) : ‘নীরজা’।
 সেরা কস্টিউম : পায়েল সালুজা (‘উড়তা পাঞ্জাব’)।
 শ্রেষ্ঠ নবাগত পরিচালক : অশ্বিনী আয়ার তিওয়ারি (‘নিল বাট্টে সান্নাটা’)।
 শ্রেষ্ঠ নবাগত অভিনেতা : দিলজিত দোসাঞ্জ (‘উড়তা পাঞ্জাব’)।
 শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী : ঋতিকা সিং (‘সালা খাড়ুস’)।
 শ্রেষ্ঠ অভিনেতা (ক্রিটিক্স) : শাহিদ কাপুর (‘উড়তা পাঞ্জাব’) এবং ‘মনোজ বাজপেয়ি (‘আলিগড়’)।
 অভিনেত্রী (ক্রিটিক্স) : সোনম কাপুর (‘নীরজা’)।
 আজীবন অবদান : শত্রæঘœ সিনহা।
 সেরা সংলাপ : রিতেশ শাহ (‘পিঙ্ক’)।
 শ্রেষ্ঠ কাহিনীকার : শকুন বাত্রা এবং আয়েশা দেবীত্রী (‘কাপুর অ্যান্ড সন্স’)।
 সেরা চিত্রনাট্য : শকুন বাত্রা এবং আয়েশা দেবীত্রী (‘কাপুর অ্যান্ড সন্স’)।
 সেরা কোরিওগ্রাফি : আদিল শেখ (কার গেয়ি ছাল, ‘কাপুর অ্যান্ড সন্স’)।
 সেরা যন্ত্রসঙ্গীত : সামির উদ্দিন (‘কাপুর অ্যান্ড সন্স’)।
 সেরা সিনেমাটোগ্রাফি : মিতেশ মিরচÐানি (‘নীরজা’)।
 সেরা সম্পাদনা : মনীষা আর বলদাভা (‘নীরজা’)
 স্পেশাল ইফেক্টস : রেড চিলিজ (‘ফ্যান’)।
 সেরা অ্যাকশন : শ্যাম কৌশল (‘দাঙ্গাল’)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Munna ১৬ জানুয়ারি, ২০১৭, ১০:২৮ এএম says : 0
আমির বস
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন