বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানি-ফেরদৌস প্যানেল ঘোষণা হলেও এখন শোনা যাচ্ছে ফেরদৌস নির্বাচন করবেন না। তিনি নাকি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার পরিবর্তে ওমর সানির সাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন ইলিয়াস কোবরা। এ ব্যাপারে ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচন করবÑ এমন আনুষ্ঠানিক ঘোষণা তো কখনো দেইনি আমি। এটা ঠিক যে সানি ভাই তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ব্যাপারে আমাকে বলেছিলেন। কিন্তু তখনও আমি জানিয়েছিলাম যে, নির্বাচন করব কিনা সে ব্যাপারে কোনো সিদ্বান্ত নেইনি। সেই একই কথা আমি এখনো বলছি। নির্বাচন করব বললেই তো হয় না, চিন্তাভাবনার বিষয় আছে। আমি এখনও নির্বাচন করব কিনা তা নিয়ে ভাবিনি। যেহেতু নির্বাচন করার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেইনি, সেহেতু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। তবে ফেরদৌস স্পষ্ট করে কোনো কিছু না বললেও চলচ্চিত্রে ছড়িয়ে পড়েছে তিনি নির্বাচন করবেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন