লাইফ ওকে চ্যানেলের ‘মে আই কাম ইন ম্যাডাম?’ সিটকমে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন স›দ্বীপ আনন্দ। জানা গেছে তিনি কমেডি শোটি থেকে দুই সপ্তাহের ছুটি নিয়েছেন।
শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি দীর্ঘদিন ধরে তার দেশের বাড়িতে যেতে পারছিলেন না। ছুটি নেয়ার পরিকল্পনাও ছিল তার কিন্তু তাও নেয়া হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত তাড়াহুড়া করেও মধ্য প্রদেশের উজ্জয়নে যেতে হয়েছে তাকে। জানা গেছে তার দাদী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আর তাতে সায়ও দিয়েছে প্রডাকশন হাউস।
সন্দীপ বলেন, “দুই বছর টানা শুটিংয়ে অংশ নিতে নিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। শারীরিক আর মানসিকভাবেও ভীষণ চাপে আছি। আর এক ধরনের চরিত্র করতে করতে একঘেয়েও লাগছে। আমি শেষের উৎসবে উজ্জয়নে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমার দাদী অসুস্থ হয়ে পড়ায় শেষে যেতেই হচ্ছে। দাদীর বয়স ৯৭।”
জানা গেছে সন্দীপের অনুপস্থিতির জন্য নির্মাতারা এরই মধ্যে কাহিনীতে পরিবর্তন এনেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন