শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাংলা একাডেমিতে সাহিত্য সংসদের সাহিত্য অনুষ্ঠান

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আগামী কাল অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এক সাহিত্য অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। ল²ীপুর জেলা সাহিত্য সংসদ (লজেসাস) ও মাসিক বাংলা আওয়াজ’র যৌথ উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠিত এ আয়াজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমি’র সভাপতি ও ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান। অনুষ্ঠান উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-এর সম্মানিত সভাপতি দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামাল। আলোচক হিসেবে থাকবেন ৮০’র দশকের বিশিষ্ট কবি ও নজরুল গবেষক ড. আবু হেনা আবদুল আউয়াল। অনুষ্ঠানে প্রদান করা হবে ল²ীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কার এবং বাংলা আওয়াজ লেখক পুরস্কার ২০১৭। অনুষ্ঠানটি হবে ল²ীপুর জেলাসহ বৃহত্তর নোয়াখালীর ঢাকাস্থ ও ল²ীপুরস্থ কবি লেখক ও সাহিত্য-সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায় আনন্দমুখর। আয়োজনে সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের স্ববান্ধবে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানিয়েছেন সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহ্উদ্দিন শরীফ ও সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন