বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর এবার মঞ্চে নিয়ে আসছে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে নাটক ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’। ২০১৬ সালে ৩টি নাটক মঞ্চে আনার পর এ বছরের শুরুতেই দলটি আবার নতুন নাটক মঞ্চে নিয়ে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামী ২৪ জানুয়ারি নাটকটির কারিগরি মঞ্চায়ন এবং ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুÐু ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন। ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’ নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান ও আল-আভী জাহান তুসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন