শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্র:- ইমামত কাকে বলে?
উ:- সমাজের নেতৃত্ব দেয়াকে ইমামত বলে। সমাজ ও ধর্মীয় নেতাকে ইমাম বলে।
প্র:- ইমাম কয় প্রকার?
উ:- দুই প্রকার:
এক, ইমামতে কুবরা-মানুষের সার্বিক কল্যাণের জন্যে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতিনিধি হিসাবে সমাজের নেতৃত্ব দেয়া।
দুই, ইমামতে সুগরাÑনামাযের জামাআতে মুক্তাদীগণের নেতৃত্ব দেয়া।
প্র:- নাবালক ছেলের পিছনে ইকতিদা সহীহ হবে কি?
উ:- না, নাবালক ছেলের পিছনে প্রাপ্তবয়স্কদের ইকতিদা সহীহ হবে না।
প্র:- ইমামতের জন্যে কাকে প্রাধান্য দেয়া হবে?
উ:- নির্দিষ্ট ইমামের অবর্তমানে উপস্থিত লোকদের মধ্য হতে যে পরহেজগার ব্যক্তি নামাযের মাসআলা-মাসায়েল বেশি জানেন এবং ভালো তিলাওয়াত করতে পারেন তাকে ইমামতের দায়িত্ব দেয়া হবে। এ বিষয়ে দু’জন সমান পারদর্শী হলে, যে বেশি হাদীস জানেন তাকে প্রাধান্য দেয়া হবে। হাদীসের উপরও দু’জনের সমান দক্ষতা থাকলে, যে বেশি খোদাভীরু-পরহেযগার তাকে প্রাধান্য দেয়া হবে। এ বিষয়েও দু’জন সমান হয়ে গেলে, যার বয়স বেশি তাকে প্রাধান্য দেয়া হবে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন