শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এই সময়ে খালেদা আক্তার কল্পনা

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর আগে একটি মঞ্চ নাটক রচনা করেছেন খালেদা আক্তার কল্পনা। নাটকের নাম ‘এমন একটা মা দে না’। নাটকটির মূল চরিত্রে তিনি নিজেই অভিনয় করেছেন। এটি নির্দেশনা দিয়েছেন মেহজান। এরইমধ্যে চার/পাঁচবার নাটকটির মঞ্চায়ন হলেও এখন আর তিনি এই নাটকে অভিনয় করেন না। খালেদা আক্তার কল্পনা নাটকটির মঞ্চায়নের ক্ষেত্রে আর্থিক সংকটের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমার লেখা প্রথম মঞ্চ নাটক এটি। চমৎকার গল্পের একটি নাটক। কিন্তু আর্থিক সংকটের কারণে চরিত্রগুলোর ক্ষেত্রে দুর্বল অভিনয়শিল্পীদের অংশগ্রহণে নাটকটির মান নিয়ে প্রশ্ন উঠে। আর তাই আমি চাই না আমার লেখা নাটকের আর যাচ্ছেতাইভাবে মঞ্চায়ন হোক।’ খালেদা আক্তার কল্পনা বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। একটি সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রুপার পাখি’ অন্যটি কায়সার আহমেদ’র ‘ফুলকি’। এছাড়া তার অভিনীত দুটি চলচ্চিত্রের কাজ অনিশ্চত হয়ে আছে। একটি ‘পাঙ্কু জামাই’ এবং অন্যটি ‘হারজিৎ’। এদিকে সম্প্রতি তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের জুস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। বিজ্ঞাপনে কল্পনার সিনেমায় অভিনয়ের আদলে উপস্থিতি ছিল নান্দনিক। প্রথম দিন থেকেই বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য বেশ সাড়া পাচ্ছেন খালেদা আক্তার কল্পনা। বিজ্ঞাপনে খালেদা আক্তার কল্পনাকে প্রথম দেখা যায় আফজাল হোসেনের নির্দেশনায় লালবাগের ‘হাসমার্কা গন্ধরাজ নারকেল তেল’র বিজ্ঞাপনে। এরপর আরো বেশকিছু বিজ্ঞাপনে মডেল হন তিনি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হন কল্পনা। মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে মতিন রহমানের ‘রাধাকৃষ্ণ’। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘জিনের বাদশা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন