শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘আদালত থ্রি’তে ফিরতে প্রস্তুত রোনিত রায়

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভিনেতা রোনিত রায় জানিয়েছেন ‘আদালত’ সিরিজের তৃতীয় মৌসুমে আইনজীবী কে ডি. পাঠকের ভূমিকায় ফেরার জন্য পুরো প্রস্তুত তিনি, তবে সব নির্ভর করছে চ্যানেল কর্মকর্তাদের ওপর। তার অভিনয়ে ‘কাবিল’ চলচ্চিত্রটি এখন সাফল্যের সঙ্গে চলছে।
সোনি টিভির কোর্ট ড্রামা ধারার সিরিজটিতে রোনিত পাঁচ বছর ধরে অভিনয় করছেন। গত বছর তিনি এর দ্বিতীয় মৌসুমে অভিনয় করেছেন।
সিরিজ এবং তার ভক্তরাও আশায় আছে তাকে এর তৃতীয় মৌসুমে দেখা যাবে। মাস খানেক আগে রোনিত এই বিষয়ে আভাসও দিয়েছেন।
গত সপ্তাহে রোনিত টুইট করেছেন : “আনারা যদি আমাকে ‘আদালত থ্রি’তে দেখতে চান আমি তৈরি আছি, তবে এজন্য আপনাদের সোনি টিভিকে রাজি করাতে হবে। তারাই চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মালিক।”
সিরিজের আগের দুটি মৌসুম সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়েছে।
মাস খানেক আগে রোনিত টুইট করেছেন : “আমার সঙ্গে সোনি টিভির কথা হয়েছে। আমরা দুই পক্ষই ‘আদালত থ্রি’কে আপনাদের সামনে উপস্থাপন করতে একমত।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
পুষ্প বিশ্বাস ২৩ মার্চ, ২০২০, ৬:৫২ পিএম says : 0
প্লিজ প্লিজ প্লিজ আদালত সিজন 3 নিয়ে আসুন কেডি পাঠক মায়া ফার্নেস আইএম জয়সওয়াল বিলিমোরিয়া বরুণ এবং ইন্সপেক্টর দাবের সঙ্গেৱ আদালত 3 দেখতে চাই।
Total Reply(0)
পুষ্প বিশ্বাস ২৩ মার্চ, ২০২০, ৬:৫৩ পিএম says : 0
প্লিজ প্লিজ প্লিজ আদালত সিজন 3 নিয়ে আসুন কেডি পাঠক মায়া ফার্নেস আইএম জয়সওয়াল বিলিমোরিয়া বরুণ এবং ইন্সপেক্টর দাবের সঙ্গেৱ আদালত 3 দেখতে চাই।
Total Reply(0)
Nahim ahmed ২৩ এপ্রিল, ২০২০, ৯:০০ পিএম says : 0
আমার প্রান প্রিয় কেডি পাটক ভাই বালোবাসি তোমায় কেডি
Total Reply(0)
Nahim ahmed ২৩ এপ্রিল, ২০২০, ৯:০৩ পিএম says : 0
আমার প্রান প্রিয় কেডি পাটক ভাই বালোবাসি তোমায় কেডি
Total Reply(0)
মোঃ মাসুদ রানা শাকিব ২৪ জুন, ২০২০, ১১:১৪ পিএম says : 0
পিলিয কেডি পাটক আদালত সিজন 3নিয়ে আশুন কেডি পাটক মায়া ফার্নেস আইএম যওসওয়াল বিলিমুরিয়া বরুন এরং দাবির সংগে আদালত সিজন 3 দেগতে চাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন