বিনোদন ডেস্ক : পাঁচ বছর পর ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। তিনি অভিনয় করবেন ডন নামে একটি নাটকে। নাটকটি রচনা করেছেন হারুন-অর-রশিদ এবং পরিচালনা করবেন ইমরান হাওলাদার। নিপুণ বলেন, নাটকে অভিনয় করার কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, এটি একটি থ্রিলার ধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। এ ধরনের গল্প আমাদের দর্শকরা খুব কম নাটকে দেখতে পান। তিনি জানান, এই নাটকে আমার বিপরীতে অভিনয় করবেন জাহিদ হাসান। নাটকটি প্রযোজনা করবেন তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ আপা। তাদের দুজনের সঙ্গে আমার খুব আন্তরিকতা রয়েছে। সেজন্য নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নাটকের শুটিং শুরু হবে নেপালে। এদিকে নিপুণ অভিনয় থেকে কিছুটা সরে গিয়ে মনোযোগ দিয়েছেন ব্যবসায়। তার টিউলিপ নেইলস অ্যান্ড অ্যারো স্পা নামের একটি বিউটি পার্লার আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন