শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশেষ টেলিফিল্ম নীল প্রজাপতি

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে দুপুর ২.৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘নীল প্রজাপতি’। শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের যৌথ রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয়ে অপূর্ব, মম, আলিফ, নওশাবা, শাহেদ, মুনিরা মিঠু, মাহমুদ সাজ্জাদ, খালেকুজ্জামান প্রমুখ। ‘সমুদ্র আর নিতুর প্রথম দেখা হওয়ার ব্যাপারটা ছিল খুব চমকপ্রদ। স্থানীয় একটি হোটেল হানিমুন কাপলদের জন্য বিশেষ অফার প্রমোট করার জন্য মডেল হিসেবে ওদের দু’জনকে নির্বাচন করে। সমুদ্র আর নিতু স্বামী-স্ত্রী সেজে যখন ক্যামেরার সামনে দাঁড়ায়, তখন দু’জনেরই কেমন অদ্ভূত একটা অনুভূতি হয়। কিন্তু ফটোসেশন শেষে সমুদ্র নিতুকে আর খুঁজে পায়না। বন্ধুর কাছ থেকে শুধু নিতুর ক্যাম্পাসের কথাই জেনেছে। অনেক চেষ্টার পর নিতুর সাক্ষাৎ পায় সমুদ্র। কিন্তু সমুদ্রকে চমকে দিয়ে নিতু জানায় সে খ্রিষ্টান। শুরু হয় সংকট।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন