জগদীশ মিশ্র ওরফে জলি (অক্ষয় কুমার) কানপুরের এক বাকসর্বস্ব আইনজীবী এবং এক নামী উকিলের সহকারী। প্র্যাকটিস করে লখনৌ আদালতে। তার বাবা ছিল শহরের এক নামী আইনজীবীর স্টেনোগ্রাফার; অনেক আশা ছিল ছেলেকে নিয়ে তার যার কিছুই সফল হয়নি। তার স্ত্রী পুষ্প (হুমা কুরেশি) অন্যের দেয়া মদ পান করতে ভালবাসে আর নিজেকে ফ্যাশন রানি ভাবতে অভ্যস্ত আর জলির ওপর খবরদারী করা তার ধাত। অর্থ আর উচ্চাশার জন্য সে যা নয় তাই করতে পারে। একবার এক হিনা (সায়ানি গুপ্ত) নামে এক বিধবা আর সন্তানসম্ভবার মামলা নেয় সে। পুলিশ হেফাজতে তার স্বামীর মৃত্যু হয়েছে। আর এর জন্য দায়ী ইনস্পেক্টর সূর্যবীর সিং (কুমুদ মিশ্র)। এই ইন্সপেক্টরটিই হিনার স্বামীকে এনকাউন্টারে হত্যা করেছে। হিনার সঙ্গে জলি প্রতারণা করলে সে আত্মহত্যা করে। এই মৃত্যুর পর জলির বিবেক জেগে ওঠে। সে তার জীবনধারাকে বদলে ফেলে। যে পুলিশ সদস্যরা হিনার স্বামীর মৃত্যুর জন্য দায়ী সে তাদের বিরুদ্ধে আইনি যুদ্ধ শুরু করে। সুবিচার নিশ্চিত করার জন্য জলি চরম পদক্ষেপ নেয়। এর মধ্যে আছে জম্মু ও কাশ্মীর থেকে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামিকে সাক্ষীকে জেল থেকে ছুটিয়ে আনা, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে চুক্তি এবং আইনজীবীদের সংগঠন থেকে বহিষ্কার হবার ঝুঁকি। এছাড়া একজন তারকা উকিলের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন